রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে চায় ইইউ

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে পারে ইইউ।

এএফপির খবরে বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে রেভল্যুশনারি গার্ডকে তালিকাভুক্ত করা হবে কি না, তা যাচাই-বাছাই করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি।  জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক রোববার (৩০ অক্টোবর) এ কথা বলেন।

পুলিশি হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ চলছে।  এ বিক্ষোভ রুখতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।  বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

শনিবার (২৯ অক্টোবর) বিক্ষোভকারীদের কঠোর বার্তা দেন রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামি।  বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর রাস্তায় নামবেন না।  আজ শনিবার বিক্ষোভের শেষ দিন।’  বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন হোসেইন সালামি।  সালামির হুমকি উপেক্ষা করে রোববারও ইরানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

২০১৯ সালে রেভল্যুশনারি গার্ডকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।