রেফারিজ ফুটবলে চট্টগ্রাম চ্যাম্পিয়ন
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন (সিজেএফআরএ) আয়োজিত ওমান হামেরিয়া রেফারিজ ফুটবলে শিরোপা জিতে নিয়েছে চট্টগ্রাম। ফাইনালে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজে এসোসিয়েশন ২-০ গোলে হারায় ফেনী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনকে। এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রামের পক্ষে গোল দুটি করেন দিদারুল আলম ও শিমুল বড়ুয়া।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড়রের পুরস্কার লাভ করেন চট্টগ্রামের গোলরক্ষক মিজানুর রহমান। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার আপদের পুরস্কৃত করেন প্রধান অতিথি সিডিএফএ সভাপতি ও সিজেএফআরএ সাবেক সহ-সভাপতি এস এম শহীদুল ইসলাম।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক আবদুল মান্নান ও নুর মোহাম্মদ সাহেদ। বক্তব্য রাখেন সিজেএফআরএ সহ-সভাপতি মনজুর ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, ফেনী জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন।
সিজেএফআরএ সাধারণ সম্পাদকের পক্ষে স্পন্সর ও আজীবন সদস্য আবদুল মান্নান ও নুর মোহাম্মদ সাহেদ কে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা দপ্তর সম্পাদক এ এম এম সৈকত, নির্বাহী কমিটির সদস্য আবদুল করিম, শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ
আলম নুরুল আলম, গিয়াস উদ্দিন বাবর, সাইদুল হক, দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও ফাইনাল খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শরীফ মাহবুবুর রহমান।