টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম ওয়ানডে। হারারেতে সোমবার (১৯ জুন) সেই ম্যাচেই সন্দীপ লামিচানে জানলেন ‘এ জগৎ স্বপ্ন নয়’! চোখে বড় স্বপ্ন নিয়েই জিম্বাবুয়েবু’তে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গেছে লামিচানের নেপাল।
সেই স্বপ্ন প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। ২৯০ রান করেও স্বাগতিক জিম্বাবুয়েবু কাছে বড় ব্যবধানে হেরেছে নেপাল। ১০ ওভারে ৭৭ রান দিয়ে উইকেটশূন্য থেকে সেই হারে ‘বড় অবদান’ লামিচানের। আর তাতে থামল টানা ইনিংসে উইকেট নেওয়ার অবিশ্বাস্য এক পথযাত্রা।
ওয়ানডেতে টানা ইনিংসে উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটি লামিচানেরই। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে এই ম্যাচের আগে টানা ৩৩ ইনিংসে উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।