সবশেষ চার ম্যাচের তিনটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন গুজরাট টাইটান্সের ব্যাটার শুভমান গিল। তবে শুক্রবার (২৬ মে) রাতের সেঞ্চুরিটা তার জন্য বিশেষেই বটে। কেননা এক শতকেই কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। আর তাতেই সামাজিক মাধ্যমে গিল বন্দনায় মেতে উঠেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
শুক্রবার (২৬ মে) রাতে আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ (২৩৩/৩/২০ ওভার) পায় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানেই গুটিয়ে যায় মুম্বাই । এদিন শুভমান ৬০ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি চার ও ১০টি ছয়ের বাউন্ডারি।
প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শুভমান গিল গত চার ইনিংসে তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়েছেন। এর আগে রেকর্ডটি এককভাবে ছিল মাইকেল ক্লিঞ্জারের নামে। ২০১৪ সালে ক্লিঞ্জার ওই নজির গড়েন। তাকে স্পর্শ করার মাধ্যমে চলমান আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহকও বনে গেছেন গিল।
১৬টি ম্যাচে নিজের ঝুলিতে ৮৫১ রান নিয়েছেন তিনি। ২৩ বছর বয়সী এই ব্যাটার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের প্লে-অফে সেঞ্চুরি হাঁকিয়েছেন। একইসঙ্গে তার করা ১২৯ রান প্লে-অফে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এবং সবচেয়ে দ্রুততম। এছাড়া টুর্নামেন্টের এই রাউন্ডে তিনি সর্বোচ্চ ১০টি ছয় মারার রেকর্ডও গড়েছেন।
এমন দুর্দান্ত ম্যাচের পর প্রায় সবমহল থেকেই প্রশংসা পাচ্ছেন গিল। তার প্রশংসা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি দিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ‘হোয়াট অ্যা প্লেয়ার। যুবরাজ সিং লিখেন, ‘ভারতীয় ক্রিকেটের নতুন রাজপুত্রের আরেকটি গ্রেট ইনিংস। ’ সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের মন্তব্য, ‘শুভমান গিল! ওয়াও। ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘গিলের খেলা মনে হচ্ছিল অবিশ্বাস্য! আরেক উইন্ডিজ ভাষ্যকার ইয়ান বিশপ লেখেন, ‘শুভমান গিল ইজ দ্য টুইট।’