আগের ম্যাচেই দুর্দান্ত শতকের দেখা পেয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাঁচা-মরার লড়াইয়ে আরেকটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর তাতেই আইপিএল ইতিহাসে সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন এ তারকা ব্যাটার। এখন রেকর্ডটি শুধুই কোহলীর একার দখলে।
রোববার (২১ মে) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এ ম্যাচে হেরে চলমান আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে ব্যাঙ্গালুর। তবে বিদায়ের মূহুর্তে সব আলো ঠিকই নিজের দিকে নিয়েছেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে ১৯৭ রানের লড়াই করার মতো পুঁজি এনে দেন। ১৩ চার ও ১ ছক্কায় তিনি খেলেছেন ৬১
বলে ১০১ রানের ইনিংস। আইপিএলে এটি কোহলির ৭ম সেঞ্চুরি। টুর্নামেন্টের প্রায় দেড় যুগের ইতিহাসে তার চেয়ে বেশি তিন অংকের স্বাদ পাননি আর কেউই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে ১০০ রান করে ৬ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের পাশে বসেন তিনি।
আইপিএলে ১৪২টি ম্যাচে ৬টি শতরান করেছিলেন ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল। কোহলি সেই মাইলফলক ছুঁয়েছিলেন ২৩৭ ম্যাচে। এর আগে কোহলী আইপিএলে সর্বশেষ শতরান করেছিলেন ২০১৯ সালে। এরপর ষষ্ঠ শতরান করতে সময় নিয়েছিলেন চার বছর। কিন্তু সপ্তমটা এলো পরের ম্যাচেই।