রিয়ালে যোগ দিলেন ‘তুরস্কের মেসি’

ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাব থেকে পেয়েছিলেন প্রস্তাব।  এরপর বার্সেলোনা অনেক চেষ্টা করে দলে ভেড়াতে।  কিন্তু শেষ পর্যন্ত পারল না।  চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে অগ্রাধিকারে রেখে সেখানেই ভিড়লেন ‘তুরস্কের মেসি’ খ্যাত আর্দা গুলার।

বৃহস্পতিবার (৬ জুলাই) তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে রিয়াল মাদ্রিদে ছয় বছরের চুক্তিতে যোগ দেন তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার।  লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েই উচ্ছ্বসিত তিনি।  ক্লাবের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে বাকি ক্লাবগুলোকে ফিরিয়ে দেন তিনি।

গুলার জানান, ইউরোপের সফলতম ক্লাবটি যখন প্রস্তাব দেয়, বাকি ক্লাবগুলো থেকে আসা প্রস্তাব তখন গুরুত্ব হারিয়ে ফেলে।  তার ভাষ্য, ‘অনেক প্রস্তাবই ছিল, তবে বরাবরই আমার অগ্রাধিকার ছিল রিয়াল মাদ্রিদ।  আমি আবারও বলছি যে, অনেক ক্লাবই তাদের প্রস্তাব তুলে ধরেছিল।  কিন্তু রিয়াল মাদ্রিদের প্রস্তাব আসার পর অন্যরা গুরুত্ব হারিয়ে ফেলে। ’

তুর্কিশ ক্লাব ফেনেরবাচের হয়ে গত মৌসুমে ৩৫ ম্যাচে ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেন গুলার।