রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটির সঙ্গে মাদ্রিদে ১-১ গোলে ড্র করা দলের আটজনই ছিলেন বিশ্রামে।  কারণ বুধবার (১৭ মে)  সিটিজেনদের মাঠে কঠিন পরীক্ষা।

আর এই বদলে ফেলা দল নিয়ে শনিবার (১৪ মে)  লা লিগায় গেটাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।  এই জয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।  ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সা রবিবার (১৫ মে) এস্পানিওলকে হারালে চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হবে।

গেটাফেকে হারাতে ঘাম ছুটেছিল রিয়ালের।  ৭০ মিনিটে আসেনসিওর শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।  ওই গোলের আগে রিয়াল লক্ষ্যে শট রেখেছিল একটি।

বরঞ্চ গেটাফে দুটি সুযোগ তৈরি করেছিল।  মুনির এল হাদ্দাদি ও হুয়ান ইগ্লেসিয়াকে দারুণ সেভে রুখে দেন রিয়াল কিপার থিবো কোর্তোয়া।  মাদ্রিদ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা শেষ দিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল কপালে।