রিজার্ভ ডে’তে গড়ালো বাংলাদেশের সেমির লড়াই

ইমার্জিং এশিয়া কাপ

নারী ইমার্জিং এশিয়া কাপে বৃষ্টির কারণে টানা ৮ ম্যাচ ভেসে গেছে।  বলা যায়, এ আসরে রাজত্ব করছে বিরূপ প্রকৃতি।  ভেসে যাওয়া ম্যাচগুলোর মধ্যে বাংলাদেশ- পাকিস্তান এবং ভারত-শ্রীলংকা সেমিফাইনাল দুটি ছিল অন্যতম।

মহা গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় রিজার্ভ ডে’তে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  সোমবার (১৯ জুন) হংকংয়ের মাঠে গড়ানোর কথা ছিল শেষ চারের লড়াই।  কিন্তু বৃষ্টির বাধায় দুই ম্যাচের একটিতেও টস করা সম্ভব হয়নি।  দুটি সেমি-ফাইনালই হবে মঙ্গলবার (২০ জুন), রিজার্ভ ডে-তে।