রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
একইসাথে বিএনপির ২৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতা-কর্মীরা। ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে আগে থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করে নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে একজনের মৃত্যুও হয়। পরে দলীয় কার্যালয়সহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।