চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগে সোমবার (২৯ মে) অনুষ্ঠিত ২টি খেলায় রাফা ক্রিকেট ক্লাব ৪ উইকেটে ওপিএকে এবং পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৬ উইকেটে কোয়ালিটি ব্লুজ-কে পরাজিত করেছে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ওপিএ আগে ব্যাট করে ৪৫.৩ ওভারে ১৪৮ রানে অলআউট হয়। জবাবে রাফা ক্রিকেট ক্লাব ৩৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
ওপিএ’র হয়ে ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন আবু বক্কর। এছাড়া ওমর ফারুক হৃদয় ২৫, আবু ছৈয়দ ২৩ ও ইশতিয়াক ২০ রান করেন। অতিরিক্ত খাতে ১৮ রান যোগ হয়। রাফা ক্রিকেট ক্লাবের বোলার মাসুম সিদ্দিক রনি ৫২ রানে ৪টি এবং আরাফাত হোসেন ২৫ রানে ৩ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া আসিফ মাহামুদ ২৫ রানে ২ উইকেট নেন। রাফা ক্রিকেট ক্লাবের পক্ষে ৭ চারে হাফ সেঞ্চুরি করেন আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে ইব্রাহিম খলিল ৩ চার ও ৩ ছক্কায় ৪৩, নাহিদুর রহমান ১৪, রিমন দাস ১৩ এবং আরিফুর রহমান ১০ রান করেন। ওপিএ’র হয়ে আবু ছৈয়দ ৩ উইকেট দখল করেন। এছাড়া আবু বক্কর, ইশতিয়াক ও নাহিয়ান ১টি করে উইকেট নেন।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত অপর খেলায় কোয়ালিটি ব্লুজ আগে ব্যাট করে ৪৭ ওভারে ১৯২ রানে সবকটি উইকেট হারায়। জবাবে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী মাত্র ২৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের নোঙ্গরে পৌঁছে যায়।
এ খেলায় আগে ব্যাট করা কোয়ালিটি ব্লুজের হয়ে শাহাদাত হোসেন সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া আব্দুল আজিজ ৩৮, ইমতিয়াজ ২৩, জিসানুল কাদের ২১, মো. সবুজ ১৬, আব্দুল কাদের জিলানী ১৪ ও মোবারক হোসেন ১৪ রান করেন। পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর হয়ে ওয়াহিদুল আলম ৪টি এবং শহীদুল আলম ৩ উইকেট দখল করেন। দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর ব্যাটারদের মধ্যে আমজাদ হোসেন বাবু ৪৪, ওমর ফারুক সায়মন অপরাজিত ৩৮, আমীর হোসেন ৩৭, ইমরান হোসেন ৩৪ এবং শাহাদাত হোসেন অপরাজিত ২৬ রান করেন। কোয়ালিটি ব্লুজের হয়ে সায়েম, আব্দুল কাদের জিলানী ও মো. নঈম প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
মঙ্গলবার (৩০ মে) ২টি খেলায় এম এ আজিজ স্টেডিয়ামে বার্ডস স্পোর্টিং ক্লাব ও আবেদিন ক্লাব এবং মহিলা কমপ্লেক্স মাঠে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব ও এলিট পেইন্ট আর সি মুখোমুখি হবে।