প্রকৃতিগতভাবে কয়েক দিন যাবৎ টাঙ্গাইলে শীতের প্রকোপ বেড়েছে। প্রচন্ড শীতের হাত থেকে টাঙ্গাইলের দরিদ্র ছিন্নমূল মানুষকে রক্ষা করতে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
মঙ্গলবার রাতে পাঁচ শতাধিক কম্বল জেলা শহরের হাসপাতাল, রেল স্টেশন, বাস স্টেশন’সহ বিভিন্ন এলাকায় ঘুরে বিতরণ করেন তিনি। এছাড়াও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রোগিদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ’সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, জেলা প্রশাসক এর পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।