রাজের সাথে আর নয়: মিম

অদূর ভবিষ্যতে রাজ-মিম জুটিকে আর একসঙ্গে দেখা যাবে না।  দামাল ও পরাণ সিনেমার মতো পরপর দুটি হিট সিনেমা উপহার দিয়েছে এ জুটি।

রাজের স্ত্রী পরীমনি গত ১০ নভেম্বর এক স্ট্যাটাসে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানান।  স্ট্যাটাসটি মুহূর্তেই আলোচনা-সমালোচনার জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায়।  পরী ফেসবুকে লেখেন, বিদ্যা সিনহা মিমের নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।  শরিফুল রাজের এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি।

পরীমনির দাবি, রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।  নির্মাতা রায়হান রাফিকে দালাল বলে মন্তব্য করেন এই চিত্রনায়িকা।

পরীর এই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর ফেসবুকে কারও নাম উল্লেখ না করে হুঁশিয়ারি দেন মিম।  তিনি বাড়াবাড়ি হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের কথাও জানান।

এবার মিম সংবাদমাধ্যমকে বলেছেন, রাজের সঙ্গে ‘দামাল’ ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমনি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যে সব ঘটনা ঘটিয়েছেন, তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম।

তিনি আরও বলেন, রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার।  রাজ খুব ভালো সহশিল্পী।  তবে এখন আর রাজের বিপরীতে কাজ করব না।

মিম বলেন, গল্পের প্রয়োজনে ছবিতে রোমান্টিক দৃশ্য থাকতে পারে।  রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার ঝামেলা তৈরি হবে।  সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি।  আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক।