রাজার তাণ্ডবে তাসকিনদের জয়

জিম আফ্রো টি-টেন লিগে দারুণ ছন্দে আছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।   সোমবারের (২৪ জুলাই) আগে তিন ম্যাচে ৩৬ রান দিয়ে শিকার করেছিলেন ৫টি উইকেট।  সর্বশেষ ম্যাচে যদিও একটু খরুচে ছিলেন।  ২২ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট।  অবশ্য টাইগার স্পিডস্টারের এমন পারফরম্যান্সের ম্যাচে তার দল বুলাওয়ে ব্রেভস জিতেছে ৭ উইকেটে।

মূলত বুলাওয়েকে জিতিয়েছেন সিকান্দার রাজা।  প্রতিপক্ষ হারারে হারিকেন্সের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড (মাত্র ১৫ বলে) গড়েছেন জিম্বাবুইয়ান তারকা এই অলরাউন্ডার।  আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল টিম সাইফার্টের, ১৭ বলে।  শেষ পর্যন্ত ৫ চার ও ৬ ছক্কায় মাত্র ২১ বলে ৭০ রান করেছেন রাজা।

সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইয়ন মরগানের হারারে হারিকেন্স নির্ধারিত ১০ ওভারে তুলেছিল ১৩৪ রান।  টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তাসকিন-রাজার বুলাওয়ে।