রাজশাহীতে বিএনপির ১৬ নেতা আজীবন বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার নেতারা সবাই কাউন্সিলর প্রার্থী।

বহিষ্কার হওয়া নেতারা হলেন, নগরীর ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আবু বকর কিনু। রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদিউজ্জামান বদি। নগর যুবদলের সাবেক সহসভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বেলাল হোসেন। শাহমখদুম থানার সাবেক সহসম্পাদক আবদুস সোবহান লিটন। শাহমখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. টুটুল। নগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল। ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মির্জা রিপন। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটু। মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৭ নম্বরের প্রার্থী আনোয়ারুল আমিন আজব। ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন। যুগ্ম সম্পাদক ও ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আয়েশা খাতুন মুক্তি। সহসভাপতি ও ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহানাজ বেগম শিখা। যুগ্ম সম্পাদক ও ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সামসুন নাহার। মতিহার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশরাফুল হাসান বাচ্চু। বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী আলতাফুন নেসা পুতুল। মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের প্রার্থী মুসলিমা বেগম বেলী।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়ায় ১৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্যে মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী নোটিশের জবাব দেন। কিন্তু তার জবাব সন্তোষজনক নয়। অন্যদের কেউই কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি। ফলে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, দল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এ জন্য সিটি করপোরেশনসহ স্থানীয় সব নির্বাচন বয়কট করা হয়েছে। একইসঙ্গে এই নির্বাচনে অংশ না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন। ফলে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।

এমএফ