রাজপথে আওয়ামী যুবলীগের অবস্থান

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ করে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে রাজাবাড়ী আওয়ামী যুবলীগ।
রবিবার (২৯ অক্টোবর) রাজাবাড়ী হতে রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান কর্মসূচি ও মিছিল নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান করেন গাজীপুর রাজাবাড়ী আওয়ামী লীগ ও যুবলীগ।

এসময় নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াতের হরতাল বিরোধী শান্তিপূর্ণ অবস্থান তৈরি করে যান চলাচল নির্বিঘ্ন রাখে।
সাধারণ মানুষের কোন প্রকার ক্ষতি যেন না হয় সেদিকে নজর দিয়ে দিনব্যাপী যুবলীগের নেতাকর্মীরা রাজপথে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারউজ্জান পলান, উপজেলা আ’লীগের আহবায়ক সদস্য আবু সাঈদ কামাল, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জজ মিয়া শেখ, মোঃ ইউসুফ আলী শেখ সভাপতি প্রার্থী রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।