রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট
১০ ডিসেম্বর সামনে রেখে রাজধানীর প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বাইরে থেকে ঢাকায় ঢোকা ছোট-বড় সব ধরনের যানবাহনে তল্লাশি চলছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি চেকপোস্ট বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাজধানীর অন্যতম প্রবেশপথ সাভারের আমিনবাজার, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধউর, কদমতলী ব্রিজ, পোস্তগোলা ব্রিজ ও বিরুলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এসব চেকপোস্টে শুধু ঢাকায় প্রবেশ করা গাড়িতে তল্লাশি হচ্ছে।
দূরপাল্লার বাসগুলোকে চেক করে তবেই ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া পুলিশের তল্লাশির মুখে পড়তে হচ্ছে পথচারীসহ সাধারণ যাত্রীদের। তল্লাশির সময় কাউকে সন্দেহ হলে আটক করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এই চেকপোস্ট- জানান সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল হক। তিনি বলেন, যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে নজর দেয়া হচ্ছে।
‘কিছু নির্দেশনা আছে, কিছু ম্যাসেজও আছে’ বলে উল্লেখ করে আবদুল্লাহিল কাফি জানান, নতুন করে আর কোনো জঙ্গি যেন এদিকে না আসতে পারে- সে জন্য চেকপাস্ট বসানো হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই এই চেকপোস্ট।