রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মো. কাউছার (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় কাউছারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আলিফ জানান, কাউছার লালবাগ ইমামগঞ্জের একটি দোকানে কাজ করতেন। জরুরি কাজে মোটরসাইকেল নিয়ে বিক্রমপুর যান। বাসায় ফেরার পথে কদমতলীর ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাত ১ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কাউছারের বাড়ি কেরানীগঞ্জে। তার বাবার নাম আবুল কালাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ।

এমএইচএফ