রাজধানীর বেশ কিছু এলাকায় দুপুরের পর তীব্র যানজট হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান।
ঢাকায় তীব্র যানজট।
রোববার (৭ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ট্রাফিক নির্দেশনা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মেহেদী হাসান জানান, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে পুরান ঢাকার বেশ কিছু এলাকায় দুপুরের পর তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতি নগরবাসীদের ধানমন্ডি, শাহবাগ, গুলিস্তান, ওয়ারীর সড়কগুলোতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেন ডিএমপির এ কর্মকর্তা।
ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রথযাত্রা বিকেল ৩টায় স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হয়ার কথা রয়েছে।