রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি কারওয়ানবাজারে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়িচালক ছিলেন।
দুলাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল হোসেন জানান, সকালে লোক মারফত খবর পাই তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। পরে সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলালের ভাই আফজাল হোসেন জানান, তার ভাই নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন নামে একটি বিদ্যুৎ কোম্পানির গাড়ি চালক ছিলেন। গাড়ি নষ্ট হওয়ায় তেজগাঁও র্যাংকসে গাড়ি মেরামত করতে দেন। আজকে কারওয়ানবাজার অফিস থেকে গাড়ি আনতে যাচ্ছিলেন। তেজগাঁও রেলক্রসিংয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
তিনি আরও জানান, তাদের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ। দুলাল বর্তমানে হাতিরপুল ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় একটি মেসে থাকতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমএফ