রাঙ্গুনিয়ায় কৃতি মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা-নগদ অর্থ বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি এবং মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত তিন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেছেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ-সভাপতি এমদাদুল হক খোকন।

শনিবার (১ জুন) সকালে মাদ্রাসার অডিটোরিয়াম হল রুমে সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের সভাপতি ডাক্তার আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এমদাদুল হক খোকন, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইয়াছিন রেজভী, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর, বিদোৎসাহী সদস্য আবু তাহের মেম্বার, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাঈম প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ কুতুব উদ্দিন, মুহাম্মদ শরীফ, প্রভাষক আনোয়ার হোসাইন, সহকারী মাওলানা এস.এম. আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা হাছান মঈন উদ্দিন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাইদুল আলম, মোজাহেদুল ইসলাম, ইবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ আরিফুর ইসলামসহ বিভিন্ন প্রমূখ।