চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ধর্মীয়,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ইমাম হাসান-হোসাইন সুন্নী কাফেলার উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ঐতিহাসিক হোসাইনী কনফারেন্স বৃহস্পতিবার (১১ জুলাই ) রাতে রোশাই পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি আলহাজ্ব এমদাদুল হক খোকন এর সভাপতিত্বে কনফারেন্সে মেহেমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওযাল জামাত বাংলাদেশের মহাসচিব সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌলা (ম.জি.আ),প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ,চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী,উদ্বোধক ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর কাদেরী, স্বাগত বক্তব্য রাখেন ইমাম হাছান- হোসাইন সুন্নী কাফেলার আহবায়ক মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
কনফারেন্স প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন এর সঞ্চালনায় কনফারেন্সে কুরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া
কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক,ষোলশহরস্থ এশিয়াখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন,পোমরা
জামেউল উলুম ফাযিল মাদ্রাসার সহকারী মাওলানা মুহাম্মদ এয়াকুব কাদেরী, মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর, অভিভাবক সদস্য আকতার হোসেন, মুহাম্মদ ফারুক শাহ,রোশাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মুহাম্মদ হাছান, গাউছিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা শাখার সাধার সম্পাদক মাওলানা আবদুস সবুর, শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ সাইফু,
মাওলানা আবদুস গফুরসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।