রাঙামাটিতে পর্যটকবাহী বোট পোড়াল দুর্বৃত্তরা

রাঙামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বোটে থাকা ৬ জন পর্যটক সবাই নিরাপদে রয়েছেন।শুক্রবার দুপুরে কাইন্দারমুখ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি মো. আরিফুল আমি।

পর্যটকরা জানান, আমরা সুবলং ঝর্ণায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পৌঁছালে ৫ জনের অস্ত্রধারী দুর্বৃত্তরা সবার  মোবাইল ফোন কেড়ে নিয়ে বোট থেকে নামিয়ে দেয়।

বোট চালক গিয়াস জানান, ‘পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে গিয়ে বোটটি জ্বালিয়ে দেয়। পরে অন্য আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। তারা ৫ জন ছিল এবং সবার হাতে অস্ত্র ছিলো। তারা বলেছে চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোন পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়। পরে পর্যটকরা অন্য একটি বোটযোগে রাঙামাটি শহরে ফিরে আসে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে পর্যটকদের নিয়ে আসার ব্যবস্থা করি এবং নোটটি নিয়ে আসি। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।