রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে সুখেন চাকমা (২০) নামের এক মোটর সাইকেলচালক নিহত হয়েছেন।  আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সজীব চাকমা (২১) নামের আরও এক মোটর সাইকেলচালক গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত সুখেন চাকমা সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে।  গুলিবিদ্ধ সজীব চাকমা একই গ্রামের মঙ্গল চান চাকমার ছেলে।  তারা দুজনেই ভাড়ায় মোটরসাইকেল চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুখেন নিজের মোটরসাইকেল চালিয়ে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন।  সজীব ওই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন।  মিডপয়েন্ট গ্রাম থেকে আধ কিলোমিটার দূরত্বে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতি রোধ করে।  তারা সুখেন ও সজীবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুখেন মারা যান।  সজীবকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য মোহন লাল চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভুল করে দুই তরুণের ওপর হামলা করেছে।  কারণ তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন।  তারা ভাড়ায় মোটরসাইকেল চালান।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, ‘গুলিতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।  পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে।’

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।