রাউজানে রাতের আঁধারে ২ মহিষ চুরি

চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে গৃহস্থের দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়া পাড়া গ্রামের মজুমদার বাড়ি থেকে মহিষ দুটি চুরি হয়। চুরি যাওয়া মহিষগুলো ওই এলাকার আমির হোসেনের মেয়ে তসলিমা আকতারের।

ভুক্তভোগী তিনি বলেন, বুধবার রাত দুইটা পর্যন্ত মহিষগুলো দেখাশোনা করে ঘুমিয়ে পড়ি। সকালে মহিষ রাখার স্থানে গিয়ে দেখতে পায় পাঁচটি মহিষের মধ্যে আমার দুটি মহিষ নেই। পরে পটিয়া পাড়া মাজার রোডে সড়কের দেয়ালে ঘষা ও সড়কের পাশে বড় গাড়ির চাকার চিহ্ন দেখা যায়। ধারনা করা হচ্ছে, রাতে চোরেরা মহিষ দুটি চুরি করে পিকআপ অথবা ট্রাকে তুলে নিয়ে গেছে। মহিষ দুটির বর্তমান বাজারমূল্য মূল্য প্রায় চারলাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) টুটুন মজুমদার।