রাউজানে ঐতিহ্যবাহী নদিমপুর বলী খেলায় হোসেন চ্যাম্পিয়ন

রাউজানের ঐতিহ্যবাহী নদীমপুর বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১জুন) বিকেলে নদীমপুর ও নোয়াজিষপুর এলাকাবাসী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বলী খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি  বখতিয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার নারায়ন চন্দ্র নাথ, ব্যবসায়ী ও সমাজ সেবক জমিরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, মো. নেছারুল হক, জমিরুল হক, আলফাজ হোসেন চৌধুরী।

বলী খেলা উপলক্ষে গ্রামীণ মেলা বসানো হয়। বলী খেলায় চট্টগ্রামের শতাধিক বলী অংশগ্রহণ করেন। এরমধ্যে  ফটিকছড়ির মাসুদ রানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কক্সবাজারের মুহাম্মদ হোসেন।