রাউজানে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃইউনিয়ন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া।
আবদুর রহমানের সভাপতিত্বে ও রুবেল বৈদ্য’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মদ, ব্যবসায়ী জসিম উদ্দিন, উপপরিদর্শক জয়নাল আবেদীন।
খেলায় মাসুদ পারভেজ ফুটবল একাদশ ২-১ গোলে তপন মল্লিক ফুটবল একাদশকে পরাজিত করে।