রাউজানে আগুনে পুড়ল টেইলার্স

চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে গেছে এক ব্যক্তির দুটি গোডাউনসহ একটি টেইলার্স। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মাইজ্জা মিয়ার ঘাটায় এ ঘটনা ঘটে।

আগুনে প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত টেইলার্সের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দিনের।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। তিনি ঘটনাস্থল পরিদর্শনের কথা জানান।