সোমবার (১২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আগুন লেগে গৌবিন্দ দাশের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তার ছেলে পঙ্কজ দাশ (৩০) দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ ৩২ হাজার টাকা, ভ্যানগাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিষপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ২০ হাজার টাকার অর্থ এবং ৫০ কেজি চালের বস্তাসহ খাদ্যসামগ্রী এবং নতুন কাপড় তুলে দেন। একই সঙ্গে পাকা ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর জানে আলম জনি, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমূখ।
স্থানীয় বাসিন্দা ডা. সাধন দাশসহ এলাকাবাসী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গৌবিন্দ দাশের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে মশারীর ভেতর ঘুমে থাকা পঙ্কজ দাশের গায়ে আগুন লেগে দগ্ধ হন। পরে বাবলু দাশ নামে এক মোটরসাইকেল মেকানিক পঙ্কজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধ যুবককে হাসপাতালে পাঠান স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে এনে আসপাশের বহু বসতঘর রক্ষা করা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি।