যে কারণে ফাইনালে ট্রফি উন্মোচন করলেন দীপিকা

প্রতিবার বিশ্বকাপ ফুটবলের ট্রফি নিয়ে আসেন বিশ্বাকপ জয়ী কোনো খেলোয়াড়, সাথে থাকেন আয়োজক দেশ কিংবা ফিফার কোনো কর্মকর্তা। কিন্তু এবার ঘটল তার ব্যতিক্রম। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পর্দা তুলে, বাক্স খুলে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন তিনি। প্রায় ৯০ হাজার দর্শকের করতালিতে অনিন্দ্য সুন্দর হয়ে ওঠে মুহূর্তটি। কিন্তু, স্টেডিয়াম কিংবা টেলিভিশনের সামনে বসে থাকা কোটি কোটি দর্শকের মাথায় তখন প্রশ্ন ঘুরছে, বিশ্বকাপের ট্রফি উন্মোচনে দীপিকা কেন?

ফিফা কিংবা কাতার, কারও সঙ্গে দীপিকার কোনো সংযোগ নেই। না প্রত্যক্ষ, না পরোক্ষ। তাহলে সেখানে গেলেন কী করে তিনি, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সবার মনে। কাতার বা ফিফার সঙ্গে যোগ না থাকলেও ফাইনালের ট্রফি উন্মোচনে এই তারকার থাকাটা সঙ্গতিপূর্ণ।

মূলত ফিফার আসল ট্রফিটা থাকে সুইজারল্যান্ডের জুরিখে, ফিফার সদর দপ্তরের জাদুঘরে। সেখান থেকে ফাইনালের মাঠে নিয়ে আসা হয় একটি বাক্সে করে। বাক্সটির প্রস্তুতকারক বিখ্যাত ফরাসি প্রসাধনী হাউজ লুই ভিঁতো। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে মেসি-রোনালদোকে দিয়ে করানো হয়েছিল এই বাক্সের বিজ্ঞাপন।

দীপিকা পাড়ুকোন হলেন লুই ভিঁতোর গ্লোবাল অ্যাম্বাসেডর। প্রথম ভারতীয় তারকা হিসেবে লুই ভিঁতোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তাদের প্রতিনিধি হয়েই ফাইনালের মঞ্চে তাঁর প্রবেশ।

উচ্ছ্বসিত দীপিকা ইনস্টাগ্রামে পোস্ট করেন এই নিয়ে। সেখানে লিখেন, ‘ট্রফি উন্মোচন থেকে শুরু করে এমন দুর্দান্ত এক ফাইনাল ম্যাচের সাক্ষী হতে পেরেছি। এর বেশি আসলে কিছু চাওয়ার নেই।’