যেসব অ্যাপ আনইন্সটল না করলে বিপদে পড়তে পারেন

Android ফোন ব্যবহারকারীদের মধ্যে প্রত্যেকের ফোনে থাকে একাধিক App।  বিভিন্ন কাজে আমরা এইসব অ্যাপ ইন্সটল করে থাকি।  তবে এইসব অ্যাপই আপনার জন্য হয়ে উঠতে পারে মারাত্মক বিপদের কারণ।

প্লে স্টোরের কিছু অ্যাপের মাধ্যমে ফোনে প্রবেশ করছে ভাইরাস।  আর এর মাধ্যমেই ফোনে সেভ করা তথ্য, ছবি চুরি করে হয়ে যাচ্ছে সহজেই।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, গত ডিসেম্বরে অ্যাপ সাফাই অভিযান চালায় গুগল।  এ সময় বেশ কিছু ক্ষতিকর অ্যাপ গুগল তাদের প্লে স্টোর থেকে মুছে ফেলে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুবিধা দিতে মাঝেমধ্যেই এমন অভিযান চালায় গুগল।

প্লে স্টোর থেকে মুছে ফেলা তেমনই বেশ কিছু অ্যাপের তালিকা দেওয়া হল এখানে।  যদি সেই সব অ্যাপ আপনার ফোনে থাকে তাহেলে দ্রুতেই তা আনইন্সটল করে ফেলুন।  তা না হলে বিপদে পড়তে পারেন আপনি।

অ্যাপগুলো হলো-

১) ক্রিয়েটিভ থ্রিডি লঞ্চার

২) ফানি ক্যামেরা

৩) ওয়াও বিউটি ক্যামেরা

৪) ফ্রিগ্লো ক্যামেরা

৫) রেজার কিবোর্ড অ্যান্ড থিম

৬) ভ্লগ স্টার ভিডিও এডিটর

৭) জিআইএফ ইমোজি কিবোর্ড

৮) কোকো ক্যামেরা