যেখানে আওয়ামী লীগ, সেখানে গণতন্ত্র নেই: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যেখানে আওয়ামী লীগ, সেখানে গণতন্ত্রের কোনও অবস্থান নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আর যেখানে বিএনপি, সেখানে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার ইতিহাস।’ শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এদেশের মানুষ আজ আওয়াজ তুলেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা সেটা ফিরিয়ে দিতে পারবে না। যারা দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে, তারা সেটাকে মেরামত করতে পারবে না। তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’

‘আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধাদের দল, আর আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সমর্থক দল।’

বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেন, ‘আজকে আমরা যে সংকটে আছি, তা হলো দেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই, অর্থনীতি ধ্বংস; এর সবকিছু একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। তার জন্য জাতি আজ গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সংগ্রামে লিপ্ত এবং এর জন্য সরকারকে বিদায় করা ছাড়া আর বিকল্প কিছু নাই। অতএব সরকারকে বিদায় করার জন্য আমরা ১০ দফা দিয়েছি।‘

‘রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের সফলতা ঘণ্টার পর ঘণ্টা বলা যাবে’ মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়াউর রহমান আমাদের পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় এনে দিয়েছিলেন। উনি আমাদের যে সামাজতান্ত্রিক অর্থনীতি ছিল, তার থেকে মুক্তবাজার অর্থনীতিতে নিয়ে গেছেন। আজ আমাদের যে রেমিট্যান্স এবং বিদেশে রফতানি থেকে যে আয়; এই দুটি ক্ষেত্রই জিয়াউর রহমান শুরু করে গিয়েছিলেন।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সভায় সভাপতিত্ব করেন বিএসপিপি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।