যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে অনলাইন ক্লাস চালু রাখবে আরবি বিশ্ববিদ্যালয়

 

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সব প্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান চালু থাকবে। মাদ্রাসাশিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আব্দুর রশীদ এ নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে মাদ্রাসাসমূহে যথাযথভাবে একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা গ্রহণ করতে না পারায় সেশনজটে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের মাধ্যমে সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই ধারাবাহিকতায় ২০২১ সালের ফাজিল ও কামিল পরীক্ষা ইতিমধ্যে গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ২০২২ সালের পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। অনতিবিলম্বে যার রুটিন প্রকাশ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়,হরতাল-অবরোধসহ সামনে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মাদ্রাসার সংশ্লিষ্ট সিলেবাস সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানসমূহে দৈনন্দিন শিক্ষা কার্যক্রম অব্যাহতভাবে চলমান রেখে সেশনজট নিরসনে প্রয়োজনে অনলাইন ক্লাস চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।