যুবদলের বিলুপ্ত কমিটির নেতা মানিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মানিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার পালাবদলে যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর অবৈধভাবে দখলে রাখা জায়গায় সাইনবোর্ড পাল্টিয়ে একই কায়দায় যুবদলের প্রভাব খাটিয়ে মানিক ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে জানান ভুক্তভোগী পক্ষ।

গত বৃহস্পতিবার রাতে জিন্নুরাইন গ্রুপের মালিকানাধীন জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করলে ওই সময় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন মানিক। এমনকি কি চাঁদা দিলে আর কোনো বাঁধা থাকবে না। বরং জায়গার প্রকৃত মালিককে সহযোগিতা করা হবে বলেও জানান। এদিকে এই ভূমিদস্যূ চক্র আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জিন্নুরাইন গ্রুপের মালিকানাধীন জায়গায় স্থাপনা নির্মাণে উঠে পড়ে লেগেছে। খুলশী থানা পুলিশের দাবী অবৈধ ভাবে কেউ চাঁদা দাবি কিংবা স্থাপনা নির্মাণ করলে তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় জিন্নুরাইন প্রোপার্টিজ (প্রা:) লিমিটেডের জায়গায়। গত ১৫ সেপ্টেম্বর এর প্রতিকার চেয়ে ভুক্তভোগীর পক্ষে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন গ্রুপের স্টেট অফিসার আদনান আল রাইছি।