গাজীপুর মহানগরের জোন-২ এলাকায় অবস্থিত পূবাইল উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল ক্লাসরুম ও সিসিটিভি কার্যক্রম। আধুনিক প্রযুক্তির এ সংযোজনের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ ও নিরাপদ হয়ে উঠেছে। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখার উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করি। পূবাইলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য।”
ডিজিটাল ক্লাসরুমে স্থাপন করা হয়েছে আধুনিক ৪০০০ লুমেন্স প্রজেক্টর ও সম্পূর্ণ কম্পিউটার সেট, যা পাঠদানকে আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। পাশাপাশি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে মোট ১৮টি সিসিটিভি ক্যামেরা। এগুলো শুধু নিরাপত্তাই নয়, শিক্ষা কার্যক্রমের সার্বক্ষণিক তদারকিতেও সহায়ক হবে। ১৪ সেপ্টেম্বর (রবিবার) পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলামের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠবে। আবার সিসিটিভির কারণে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা অনেকটাই নিশ্চিত হয়েছে।”
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্যোগটিকে প্রশংসা করে বলেন, এর ফলে শিক্ষার মান উন্নত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, পূবাইল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও জামায়াতে ইসলামীর রুকন সদস্য আরিফুর রহমান, যুগান্তর স্বজন পূবাইল শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রতন মিয়া প্রমুখ।