যুক্তরাষ্ট্রে শাহরুখ খানের দলের অধিনায়ক নারিন

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের দল কলকাতা নাইট রাইডার্স।  সেই দলটির মালিক শাহরুখ খান, এবার দল কিনেছেন যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে।  দলটির নাম লস এঞ্জেলস নাইট রাইডার্স।  দলটির অধিনায়কত্ব করবেন কলকাতায় খেলা ক্যারিবিয়ান খেলোয়াড় সুনীল নারিন।

দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় ফিল সিমন্স।  সহকারী কোচ হিসেবে থাকবেন রায়ান টেন ডাসকাট।

বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে শুরু হবে এবারের আসর।  এটি মেজর লিগের প্রথম আসর।  নাইটদের হয়ে খেলবেন আইপিএল ও জাতীয় দলে নারিনের সতীর্থ আন্দ্রে রাসেলও।  এছাড়াও দলটির হয়ে খেলবেন লকি ফার্গুসন, জেসন রয়, রাইলি রুশো, মার্টিন গাপটিল এবং অ্যাডাম জাম্পা সহ বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট।

দলটির অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নারিন।  তিনি বলেন, নাইট রাইডার্স যেখানেই খেলুক না কেন, আমি তাদের প্রতিনিধিত্ব করার কথা বলেছি।  আমরা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে কথা বলেছি এবং আমি আনন্দিত যে অবশেষে এটা ঘটছে।  দলের অধিনায়ক হিসাবে, আমার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ’