যিশুকে কষিয়ে চড় কাজলের

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে কষিয়ে চড় বসালেন বলিউড অভিনেত্রী কাজল।  সদ্য মুক্তি পাওয়া কাজলের নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ এর ট্রেইলারে এমন দৃশ্যই দেখা গেছে।  সোমবার (১২ জুন) ডিজনি প্লাস হটস্টারের অফিশিয়াল ইউটিউব পেইজ থেকে ট্রেইলারটি প্রকাশ পায়।  এই সিরিজটির মধ্য দিয়েই ওটিটি প্লাটফর্মে কাজলের অভিষেক ঘটেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

দুই মিনিটের ট্রেইলারের প্রথম দৃশ্যে গম্ভীর অভিব্যক্তি নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় কাজলকে।  তার পিছনে যিশু গিয়ে দাঁড়াতেই, অভিনেত্রী কষিয়ে চড় বসান তাকে।

সিরিজে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন কাজল ও যিশু।  নয়নিকা সেনগুপ্ত নামের একজন গৃহিণীর ভূমিকায় রয়েছেন কাজল।  তার স্বামী যিশু, যিনি পেশায় একজন অতিরিক্ত বিচারক, রায় পরিবর্তন করতে ঘুষ হিসেবে যৌন সুবিধা নিয়েছিলেন।  এক সময় এই কুকীর্তি ফাঁস হয়ে গেলে তাদের সুখের দাম্পত্যে ঝড় ওঠে।  সেই অভিযোগের দায়েই গ্রেপ্তার হন যিশু।  ফলে সংসার চালাবার অনিশ্চয়তার পাশাপাশি ও সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়া আতংকের কারণে পুরনো আইন পেশায় ফিরে আসার সিদ্ধান্ত নেন কাজল।

ট্রেইলারে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, একটি ভুলের একাধিকবার পুনরাবৃত্তি হলে, বুঝতে হবে সেটি তার ভুল নয়, বরং সিদ্ধান্ত।

দিন কয়েক আগেই ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা জানিয়ে ইনস্টাগ্রাম থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন অভিনেত্রী।  ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রজেক্টের প্রচার কৌশল হিসেবেই ঘোষণাটি করেছিলেন অভিনেত্রী।