যাত্রা শুরু বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের

মাথার মুকুটে অহংকারের পালক: প্রধানমন্ত্রী

যাত্রা শুরু হলো বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের।  বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁও স্টেশনে পৌঁছায়।  বুধবার বেলা ২টায় দিয়াবাড়ি স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা করে।  মাত্র ১০ মিনিটে আগারগাঁও স্টেশনে পৌঁছায় মেট্রোরেল।

মেট্রোরেলের প্রথম এই যাত্রার যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   তার আগে প্রধানমন্ত্রী মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন।  সকালে দিয়াবাড়ি স্কুলের মাঠে সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রথমে ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।  পরে সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তৃতা করেন তিনি।

সেখানে মেট্রোরেলকে বাংলাদেশের জনগণের মাথার মুকুটে ‘অহংকারের পালক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টের পথে এগিয়ে যাচ্ছে।  স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন মেট্রোরেল।  মেট্রোরেল পরিচালনার জন্য আমরা স্মার্ট জনশক্তি গড়ে তুলবো।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে।  আজকে আমরা আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম।  এটা হচ্ছে এমআরটি লাইন সিক্স।

পরে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট ও ৫০ টাকার স্মারক নোট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার পর এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।  এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকদার উপস্থিত ছিলেন।