রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আহত হয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার (২৯ জুলাই) সকালে মাতুয়াইল হাসপাতালে সামনে বিএনপির কয়েকশ নেতা কর্মী রাস্তা অবরোধ করে বসে পড়েন। বেলা পৗনে ১২টার দিকে পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়।
সরেজমিনে দেখা যায়, বিএনপির কয়েকশ নেতাকর্মী রাস্তা অবরোধ করে বসে পড়লে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ও কয়েকশ সদস্য এসে উপস্থিত হন। এক পর্যায়ে তারা বিএনপি নেতাকর্মীদের উপর টিয়ার গ্যাস ছুড়তে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর আহত হয়েছে। এই সময়ে বিএনপির সাথে পুলিশের কয়েক দফা তাও পাল্টে দেওয়া চলে।