যশোরে বোমা হামলায় ‘জিয়া বাহিনী’র প্রধান নিহত

যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় জিয়া ফকির (৪০) নামে আরেক সন্ত্রাসী বাহিনীর প্রধান নিহত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়া ফকির রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে। জিয়া ফকিরের নামে ‘জিয়া বাহিনী’ নামে একটি সন্ত্রাসী বাহিনী আছে বলে জানা গেছে। তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। তিন মাস আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদরাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে। একটি বোমা তার শরীরে বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলেই জিয়া ফকির মারা যান।

তিনি বলেন, কারা কেন এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা খোঁজ খবর নিচ্ছি। নিহতের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সে বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।