আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয় সিল্কের শাড়িকে। তাই এর কদর অনেক। যে কোনো উৎসবে-অনুষ্ঠানে নারীরা সিল্কের শাড়ি পরেন। তারপর হয়তো আলমারিতে রেখে দেন। কিন্তু সিল্কের শাড়ির রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দেয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার পছন্দের সিল্কের শাড়িটি যত্নে রাখবেন।
১.সরাসরি রোদে শুকাতে দেবেন না:
সূর্যের তাপ সিল্কের জন্য ভালো নয়। কারণ সূর্যের তাপে সিল্ক বিবর্ণ হয়ে যেতে পারে। সেজন্য সিল্ক সরাসরি রোদে শুকোতে দেবেন না। বরং প্রচুর বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে সিল্কের শাড়ি শুকোতে দিন।
২. ড্রয়ারে ফেলে রাখবেন না:
হয়তো সিল্কের শাড়ি তেমন পরা হয় না। তাই ড্রয়ারে দিনের পর দিন সংরক্ষণ করে রাখছেন। কিন্তু মাঝেমধ্যে সিল্কের শাড়ি বের করে হালকা রোদে কিছুক্ষণ রেখে দিন। এভাবে শাড়ি ভালো থাকবে। দিনের পর দিন ড্রয়ারে ফেলে রাখবেন না শাড়ি।
৩. ভাঁজ করে রাখবেন না:
সিল্কের শাড়ি কখনো ভাঁজ করে রাখবেন না। ভাঁজ করে রাখলে শাড়ির বুনটে সমস্যা হতে পারে। বরং শাড়ি রোল করে রাখুন। তাতে অনেকদিন শাড়ি ভালো থাকবে।
৪. ঝুলিয়ে রাখুন হ্যাঙ্গারে:
সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। অনেকে দাগ কিংবা ধুলোবালি থেকে বাঁচাতে পলিথিনের ব্যাগে শাড়ি মুড়ে রাখেন। এমনটা করবেন না।
৫. দাগ ওঠাতে:
সিল্কের শাড়িতে দাগ লাগলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অপেক্ষা করলেই দাগ স্থায়ী হয়ে যাবে।