এক যুগ ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন দাভিদ দে হেয়া। কিন্তু গেল মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন তিনি। খুঁজছেন নতুন ক্লাব। তবে এর আগেই তার শূন্যস্থান পূরণ করলো ইউনাইটেড।
দে হেয়ার উত্তরসূরি হিসেবে ইন্টার মিলান থেকে ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্যামেরুনিয়ান আন্দ্রে ওনানাকে দলে নিয়েছে রেড ডেভিলরা। নেরাজ্জুরিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে গত বছরই সিরি’আর ক্লাব ইন্টার মিলানে যোগ দেন ওনানা।
এদিকে, নতুন মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে ব্রুনো ফের্নান্দেসের নাম ঘোষণা করেছে ইউনাইটেড। এর আগেও অবশ্য ম্যাগুয়েরের অনুপস্থিতিতে এই মিডফিল্ডারই দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।