ম্যাথুজ-ধনঞ্জয়ার ব্যাটে শ্রীলঙ্কার স্বস্তি

আফ্রিদির শততম টেস্ট উইকেট

নিশান মাদুশকাকে (৪) আউট করে শততম টেস্ট উইকেট পান শাহীন শাহ আফ্রিদি।  ওই ধাক্কায় নড়বড়ে হয়ে ওঠে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন।  ৫৩ রানের মধ্যে পাকিস্তানের এই পেসার ফেরান কুশল মেন্ডিস (১) ও দিমুথ করুণারত্নেকেও (২৯) । বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের রোববারে (১৬ জুলাই) প্রথম দিনের বাজে শুরুটা অবশ্য সামলে নিয়েছে শ্রীলঙ্কা।

সকাল ও বিকাল মিলিয়ে বৃষ্টির পেটে গেছে প্রায় এক সেশন।  শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৬ উইকেটে ২৪২ রানে।  সেঞ্চুরির অপেক্ষায় থাকা ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে সাদিরা সামারাবিক্রমার ৫৭ রানের জুটি ভাঙতেই দিনের সমাপ্তি টানেন আম্পায়ার।  সাদিরা ৩৬ রানে আগা সালমানের শিকার হন।  ৯৪ রানে অপরাজিত আছেন ধনঞ্জয়া।  ১৫৭ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছয় মারেন তিনি।

এর আগে আফ্রিদি প্রথম তিন ব্যাটারকে ফেরানোর পরপর দিনেশ চান্ডিমাল (১) নাসিম শাহের শিকার হন।  বৃষ্টিতে ১৯ ওভারের প্রথম সেশন শেষ হওয়ার আগেই ৫৪ রানে ৪ উইকেট পড়ে স্বাগতিকদের।  তবে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া শক্ত হাতে দলের হাল ধরেন।

পঞ্চম উইকেটে ১৩১ রান যোগ করেন এই দুই ব্যাটার।  ৮৮ বলে হাফ সেঞ্চুরি করেন ম্যাথুজ।  ১০৯ বলে ৬৪ রান করে তিনি আবরার আহমেদের শিকার হন।  তারপর ধনঞ্জয়া ও সাদিরা দিন শেষ করার পরিকল্পনা করছিলেন, কিন্তু তা ভেস্তে যায়।