মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপিত

মৌলভীবাজার প্রতিনিধি:

৯ সেপ্টেম্বর, সোমবার, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ও বাংলাদেশ শিশু একাডেমি, মৌলভীবাজার এর আয়োজনে আলোচনা সভা, জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ।

এবারের প্রতিপাদ্য বিষয়- “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” । জনাব প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. উর্মি বিনতে সালাম, জেলা প্রশাস্ক, মৌলভীবাজার, স্বাগত বক্তব্য রাখেন জসীম উদ্দীন মাসুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বক্তব্য রাখেন কথা সাহিত্যিক, সাংবাদিক আকমল হোসেন নিপু, অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুধেন্দু ভট্টাচার্য্য , শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখে আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৃজয়ী দে, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণা রায় ভৌমিক, প্রধান শিক্ষিকা, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।