মোশাররফ করিমের ভক্ত অনন্ত জলিল ও বর্ষা

শুক্রবার (১৯ জানুয়ারি) ভারতের সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’।  এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)  রাজধানীর যমুনা ব্লকবাস্টারে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার শো।  সেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসুসহ শোবিজ অঙ্গনের অনেকে।

‘হুব্বা’ দেখতে উপস্থিত হন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।  এ সময় তারা সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে ‘হুব্বা’র জন্য শুভ কামনা জানান।  সেই সঙ্গে নিজেদেরকে  মোশাররফ করিমের অভিনয়ের ভক্ত বলে দাবি করেন।

বর্ষা বলেন, মোশাররফ করিম তুমুল জনপ্রিয় একজন অভিনেতা।  দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত অনুরাগী আছেন। আমরাও তার ভীষণ ভক্ত।  দু’দিন আগেই আমি আর অনন্ত জলিল তার একটি নাটক দেখতে দেখতে কথা বলছিলাম।  আর এসব কারণে চাই, হুব্বা সিনেমাটি যে সুপারডুপার হিট হয়।

অনন্ত জলিল বলেন,  জলিল এসময় আরও বলেন, ‘হুব্বা’ সিনেমাতে যিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেই মোশাররফ ভাই আমাদের খুব প্রিয় একজন মানুষ।  আমরা সব সময়ই বাংলা সিনেমার পক্ষে।  বাংলা সিনেমা ভালো চলুক, দর্শকপ্রিয়তা পাক।  বাংলাদেশের সিনেমা ভালো চললেই চলচ্চিত্র সংশ্লিষ্টরা যারা আছেন, সবাই কাজ করতে পারবেন; এবং চলচ্চিত্র বেঁচে থাকবে।  তাই আমরা চাই ‘হুব্বা’ও যেন দেশ-বিদেশে খুব ভালো চলে।

‘হুব্বা’তে মোশাররফ করিম ছাড়াও আরও অভিনয় করেছেন- ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’।