মোরেলগঞ্জ রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজে নবীন বরন অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।
রবিবার ১৯ অক্টোবর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যাপক আবুজাফর মোহাম্মদ ফাইজুল হকের সঞ্চালনায় টিটি কলেজ সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ,শরণখোলা কচুয়ার মাটি ও মানুষের নেতা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ইয়াদ,বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন তালুকদার,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল,পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ,সেতারা আব্বাস কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,অধ্যাপক ,স ম আব্দুল গনি, মোঃ আল আমিন তালুকদার,মোহাম্মদ নজরুল ইসলামসহ সাবেক ছাত্রনেতা মোঃ মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়