বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. সুজাত আলী দীর্ঘ ১৭ বছর পর স্বপদে যোগদান করেছেন। ২১ সেপ্টেম্বর (রবিবার) মহামান্য হাইকোর্টের রায় এবং যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কলেজের গভর্নিং বডির উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক জিউধারা ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এসএম কলেজের সাবেক অধ্যাপক ছবির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মো. হান্নান শরীফ।
এ সময় বক্তৃতা করেন বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আখতার হোসেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সহ-সভাপতি আমির আলী তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ চুন্নু, হাজী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গ্রীশচন্দ্র মন্ডলসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ আকন।
বক্তারা প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে স্বপদে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের ওপর জোর দেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়।
অধ্যক্ষ মো. সুজাত আলী তার বক্তব্যে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কলেজকে সামনের দিনে আরও সফলতার পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “তৃণমূলের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, তবে তারা সুযোগের অভাবে পিছিয়ে থাকে। এ প্রতিষ্ঠানকে সবার সহযোগিতায় আমরা একটি মানসম্মত শিক্ষাঙ্গনে পরিণত করবো।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে কলেজের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।