মোংলায় ৫০০ টন সার নিয়ে জাহাজডুবি

বাগেরহাট মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ায় ৫০০ টন সার নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।  তবে জাহাজটিতে থাকা আট কর্মীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিদেশি একটি জাহাজের সঙ্গে ধাক্কা  লেগে ডুবে যায় সারবোঝাই এমভি শাহজালাল এক্সপ্রেস।  মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

তবে জাহাজটি মূল চ্যানেলে ডুবলেও ওই পথ দিয়ে নৌ-চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শাহীন মজিদ জানান, মঙ্গলবার রাতে বন্দর চ্যানেলের হারবাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ টন সার (এমওপি) নিয়ে ছেড়ে আসে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস।  জাহাজটি খুলনার শিরোমনি যাওয়ার পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে আট নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পিছনে ধাক্কা খায়।  এতে কার্গো জাহাজটি ডুবে যায়।

হারবার মাস্টার বলেন, ডুবে যাওয়া জাহাজটির ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ ছিল।  বুধবার (২৫ জানুয়ারি) সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করতে হারবার বিভাগের একটি দল পাঠানো হয়েছে।

তবে ডুবে যাওয়া জাহাজের সাত নাবিক ও একজন নিরাপত্তা কর্মীকে উদ্ধার করেছে  কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।