মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ।  শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লস ব্লাঙ্কোসদের রীতিমতো উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।  এ ম্যাচে আনচেলত্তির দলকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধবার  (১৭ মে) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে নামে সিটি।  এ ম্যাচে প্রতিপক্ষের জালে চারবার বল জড়িয়েছে স্বাগিতকরা।  এতে দুই লীগ মিলিয়ে রিয়ালকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে সিটি।  এদিন দলের বড় জয়ের শেষ মুহূর্তে কর্তোয়াকে বোকা বানিয়ে রিয়ালের জালে বল পাঠিয়ে দিয়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।

সিটির জয়ের রাতে গোল করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন আলভারেজ।  বার্সেলোনার হয়ে মেসি সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করেছিলেন।

তখন পিএসজি তারকা মেসির বয়স ছিল ২১ বছর ১০ মাস তিনদিন।  আলভারেজ ম্যানসিটির হয়ে সেমিফাইনালে ২১ বছর তিন মাস ১৭ দিন বয়সে গোল করলেন।  যা তাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে গোল করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইনের খ্যাতি দিয়েছে।