মেসির গায়ে বিশত: সমালোচকদের একহাত নিলেন কাতারের মন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসিকে সম্মানিত করতে বিশেষ বিশত পরিয়ে দিয়েছিলেন কাতারের রাজা।  সেই বিশত বা আলখাল্লা পরেই ট্রফি নেন আর্জেন্টিনার অধিনায়ক।  সেই ঘটনা ফিফার নিয়ম বর্হিভূত বলে অভিযোগ ওঠে।  ইউরোপের দেশগুলি সমালোচনা করে।  এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কাতার প্রশাসন।

ইউরোপের সমালোচনার প্রতিবাদে মুখ খুলেছেন কাতারের উপ বিদেশমন্ত্রী লোলওয়াহ আল-খাতার।  তিনি বলেছেন, ‘‘মেসির গায়ে বিশত দেখে ইউরোপের অনেক মানুষের গায়ে জ্বালা ধরেছে।  অনেকে অনেক কথা বলছেন। তাঁরা হয়তো জানেন না ওঁদের দেশের বিশ্ববিদ্যালয়ের গাউনগুলি আমাদের বিশ্‌তের আদলেই তৈরি।

এই ধরনের গাউন আসলে আমাদের সংস্কৃতি, ইতিহাসের অংশ।  স্নাতক বা কোনও ডিগ্রি পাওয়ার পর ওঁরা যেগুলি পরে গর্ব অনুভব করেন।  বহু আগে আল-কারাউইয়ান বিশ্ববিদ্যালয়ে প্রথম এই গাউনের ব্যবহার শুরু হয়েছিল।  একজন মহিলা এই গাউন প্রথম তৈরি করেন কৃতি ছাত্রদের জন্য।  সমালোচকরা আসলে সব কিছুর মধ্যেই ইউরোপের আধিপত্য দেখতে চান।’’

বিশ্বকাপের ট্রফি দেওয়ার আগে মেসিকে পরিয়ে দেওয়া বিশত বা আলখাল্লা নিয়ে কম চর্চা হয়নি।  অনেকে বলেছিলেন, দেশের জার্সিই ঢাকা পড়ে গিয়েছিল।  ট্রফি তুলে দেওয়ার সময় বোঝাই যাচ্ছিল না কোন দেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

আনন্দবাজার