মেসিকে অ্যাস্টন ভিলায় পেতে বেতন কমাতে রাজি এমি

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। নবায়নের সম্ভাবনাও খুব একটা দেখছেন না কেউ। তাই বাতাসে খবর বার্সেলোনা, ইন্টারমিয়ামি কিংবা সৌদি আরবের খবর। এবার নতুন আরেকটি ক্লাবের যোগ হয়েছে। সেটি অ্যাস্টন ভিলা।

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় হয়েছে। মেসিও মিটিয়েছেন তীব্র পিপাসা। সেই জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। ক্লাব ফুটবলে যিনি অ্যাস্টন ভিলার গোলপোস্টের অতন্দ্র প্রহরী।

আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি তারা দুয়ো দেয়, তাহলে মেসিকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি নিজের বেতন কমাব। তাকে পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’